নিবৃত্তি যদি চাও, উৎপাত শূন্যতা যদি চাও,
মূক–বধির আর অন্ধ সেজে থাকতে হবে রে,
অনৌচিত্য দেখতে নেই, শুনতে নেই, বলতে নেই,
বলো গগন, বলো মহীধর, বলো অর্ণব, বলো পবন,
সত্যি কি আমাদের মানুষ বলা চলে?
বলো তোমরা কত আর নিশ্চুপ রবে?

সকল সংবাদের সমাহর
নিবৃত্তি যদি চাও, উৎপাত শূন্যতা যদি চাও,
মূক–বধির আর অন্ধ সেজে থাকতে হবে রে,
অনৌচিত্য দেখতে নেই, শুনতে নেই, বলতে নেই,
বলো গগন, বলো মহীধর, বলো অর্ণব, বলো পবন,
সত্যি কি আমাদের মানুষ বলা চলে?
বলো তোমরা কত আর নিশ্চুপ রবে?