
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টায় সৎ বাবা আমির হোসেনকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ভাটকুজা গ্রামের নিজ বাড়ি থেকে আমির হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণ চেষ্টায় থানায় একটি মামলা দায়ের করেন। আমির হোসেন (৩৯) নাটোর সদরের জংলী কুমিল্লা পাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে। পুলিশ ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রমতে, কলেজ পড়ুয়া ওই সৎ মেয়েকে প্রায়ই কুপ্রস্তাব দিতো আমির হোসেন। ভিকটিম বিষয়টি তার মাকে জানায়। তার মা অভিযুক্ত আমির হোসেনকে নিষেধ করেন।
এর এক পর্যায়ে ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিম বাড়ির দোতলায় শয়নকক্ষে এবং মা নীচতলায় অবস্থান করছিলেন। সে সময় মেয়েকে একা পেয়ে বাবা তার মেয়ের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের চিৎকারে মাসহ স্থানীয় লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আমির হোসেনকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা মোবাইল ফোনে বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় নেয়া হয়। পরে এ বিষয়ে ভিকটিমের মা একটি মামলা দায়ের করলে সেই মামলায় আমির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়। একই সাথে ২২ ধারায় জবানবন্দির জন্য ভিকটিমকেও আদালতে পাঠানো হয়।
The post বাগাতিপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা আটক appeared first on সোনালী সংবাদ.