তিনি সে-যুগের জাহিলি ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করলেন। যেই ব্যবস্থাপনার নেতৃত্বে ছিলেন তার স্বামী, যুগের ফেরাউন। কিন্তু অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হওয়ার হর তিনি ভোগ বিলাসের জীবন, চাকর-বাঁদির এবং কোনো বিপদের পরোয়া করেননি। ফলে আল্লাহ তাকে সুউচ্চ মর্যাদার অধিকারী করেছেন এবং পবিত্র কোরআনে তাঁর আলোচনা এনেছেন। এমনকি তাকে ইমানদারদের সামনে উদাহরণ হিসেবে হাজির করেছেন।