
লেগিয়া ওয়ারশের বিপক্ষে বৃহস্পতিবার কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে হারলো চেলসি। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় দুই লেগের অগ্রগামিতায় ৪-২ এ সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।
স্ট্যামফোর্ড ব্রিজে শক্তিশালী লাইনআপ নিয়েও হেরে যাওয়ায় চেলসির পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। কোচ এনজো মারেসকা কোল পালমার, রিচ জেমস ও জ্যাডন সানচোকে শুরুর একাদশে রাখেন। প্রথম লেগের পর এই ম্যাচেও একাদশে… বিস্তারিত