
তিনি কখনও সেনাবাহিনী মেজর, আবার কখনও র্যাব কর্মকর্তা। এই পরিচয়ে মানুষের সঙ্গে সখ্যতা পেতে হাতিয়ে নিতেন টাকা। তবে শেষ রক্ষা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তরুণীকে ফাঁদে ফেলে উল্টো ওই তরুণীর জালে ধরা পড়েছেন এই ভুয়া ‘মেজর আমিনুল’।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের… বিস্তারিত