রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের সবার মধ্যে আমার প্রিয় সেই ব্যক্তি, যার চরিত্র ভালো, যে বিনয়ী স্বভাবের, যে মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। আর সবচেয়ে অপ্রিয় আমার কাছে সেই ব্যক্তি, যে ঝগড়ায় জড়ায়, পরস্পর সুসম্পর্ক রাখে এমন লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ভালো মানুষের দোষ খুঁজে বেড়ায়। (তাবরানি, হাদিস: ৭,৬৯৭; আল-মুজামুস সগির, হাদিস: ৮৩৫, আত-তারগিব, হাদিস: ২,৬৫৮)