বানারীপাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. সালাম মোল্লাকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া বন্দরের মাছ বাজারে দেখতে পেয়ে এলাকার লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ সময় তাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে যায়। থানায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় দুপুরে ১৫১ ধারায় তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া পৌর শহরের মাছ বাজারে লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। তাকে সেখান থেকে থানায় এনে ১৫১ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
The post বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.