ঘড়িতে প্রায় সাতটা বাজতে যাচ্ছে। স্মৃতিচারণা আর কাজ শেষ করে বের হলাম। আরও তিন সহকর্মীসহ শিক্ষার্থীদের পুতুল সাজিয়ে নিয়ে চললাম বৈশাখী মেলায়। ভৈরবে প্রতিবছরই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বৃহৎ পরিসরে মেঘনার পাড়–সংলগ্ন তিন সেতুর মিলনস্থানে আয়োজন করে এই মেলা।