
অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয় মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে সরোয়ার খন্দকার পেশায় চাল ব্যবসায়ী। আজ ভোরে সরোজগঞ্জ বাজারে চাল ক্রয়ের জন্য পাখি ভ্যান (ইঞ্জিন চালিত ভ্যান) যোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন।
ভ্যানটি নয় মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুতুবপুর গ্রামের মোকছেদের পুত্র ভ্যানচালক রাজ্জাক (৬৫) ও চাল ব্যবসায়ী সরোয়ারের ( ৫০) মৃত্যু হয়।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত চাল ব্যবসায়ী সরোয়ারের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, আমার চাচা ফজরের নামাজ পড়ে ব্যাবসায়িক কাজে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। বেপরোয়া গতির বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা লাশ হাসপাতালে নিয়ে আসি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: বাসস
The post চুয়াডাঙ্গার নয় মাইল বাজারে বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ ২ জন নিহত appeared first on সোনালী সংবাদ.