
তার পুরো নাম লিউস কিস্কু। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর সূর্য্যপাড়া গ্রামের এই যুবক নিজ গ্রামে দিয়েছিলেন একটি সেলুনের দোকান। তবে গ্রামের লোকসংখ্যা কম হওয়ায় লাভের মুখ দেখেননি তিনি। এখন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের চুল দাড়ি কাটেন এই যুবক।
জানা গেছে, ২৫ বছর বয়সে সেলুনে চুল কাটার কাজ শেখেন কিস্কু। এরপর নিজেই একটি ছোট্ট বাঁশ-বেড়ার চালা দিয়ে আয়না টানিয়ে বাসুদেবপুর… বিস্তারিত