
ঈদের তিন সপ্তাহ পার হলেও উৎসবের আমেজ এখনও ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে আরও বাড়ছে শো সংখ্যা। শুরুর বিবেচনায় প্রায় তিনগুণ বেড়েছে এই সপ্তাহে এসে।
মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিমের ‘জংলি’। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করছিলেন। দর্শকদের চাহিদা পূরণ… বিস্তারিত