
সম্প্রতি লাল বলের ক্রিকেটে জিম্বাবুয়ের খুব একটা সাফল্য নেই। ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জেতার পর থেকে দশটি টেস্ট খেললেও জিততে পারেনি। আটটি হার ও দুটি ড্র। জয়খরা কাটানোর মিশনে এখন তারা বাংলাদেশে। বৃহস্পতিবার সিলেটের আউটার স্টেডিয়ামে প্রথম ট্রেনিং সেশন করেছে আফ্রিকানরা। তরুণ একটি দল নিয়ে বাংলাদেশ বধের চ্যালেঞ্জ নিচ্ছে জিম্বাবুয়ানরা।
বর্তমান স্কোয়াডের ১০ বা তার বেশি টেস্ট… বিস্তারিত