
রায়ান রেনোল্ডস ‘ডেডপুল’ হিসেবে অপ্রতিরোধ্য। ‘উলভারিন’ হিসেবে হিউ জ্যাকম্যানের কোনো তুলনা নেই। তাই তাদের রসায়ন দেখার জন্য উদগ্রীব ছিলেন ভক্তরা। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি। সিরিজটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিনেমা ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে।
বহুল প্রতীক্ষিত এই টিম-আপে আর-রেটেড… বিস্তারিত