এই মহাবিশ্বে যারা সফল হয়েছেন, তাদের সবার মধ্যে একটি বিষয়ে মিল লক্ষ করা যায়, হারের আগে হার মেনে না নেওয়ার মানসিকতা। সান সিরোতে হ্যারি কেইন ইন্টারের জালে বল জড়ানোর পর ক্ষণিক মুহূর্তের জন্য হয়েও স্বাগতিক সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। নিস্তব্দ হয়ে গিয়েছিল পুরো সান সিরো।
তবে বিশ্বচ্যাম্পিয়ন লাউতারো মার্টিনেজের হার না মানার মানসিকতা এবং নিজের ওপর অগাধ বিশ্বাস, দলকে… বিস্তারিত