২০২৫ সালে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তবে অপেক্ষার অবসান হতে চলেছে, ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে খেলবেন মুশফিকুর রহিমরা। সিলেটে মুখোমুখি হবে দু’দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল বাংলাদেশে এসেছে দু’দিন আগেই। ইতোমধ্যে তারা পৌঁছে গেছে প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০ এপ্রিল মাঠে গড়াবে লড়াই।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার এই ম্যাচ দেখতে আজ শুক্রবার থেকে টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। সর্বনিম্ন ৫০ টাকায় দেখা যাবে প্রতিদিনের খেলা। সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা।
বৃহস্পতিবার বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ ৫০০ টাকা। ২৫০ টাকায় মিলবে ক্লাব হাউজের টিকিট। ২ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা।
শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০। গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম দিক) ও ৩ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে ৫০ টাকা করে।
শুক্রবার টিকিট কাটতে চাইলে যেতে হবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি করা হবে। তবে পরদিন (শনিবার) থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে।
দ্বিতীয় টেস্ট খেলতে দু’দল এরপর যাবে চট্টগ্রামে। ২৮ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
The post ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ appeared first on Bangladesher Khela.