স্পিন নয়, স্পোর্টিং উইকেট চায় বাংলাদেশ

স্পিনারদের বাড়তি প্রাধান্য নয়, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে স্পোর্টিং উইকেট চায় বাংলাদেশ।  শুক্রবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এমন আশা ব্যক্ত করেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম।

স্পিন দিয়ে বাংলাদেশ দল একটা সময় বড় বড় রাঘববোয়ালদেরও ঘায়েল করতো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও খাবি খেতো। তবে সেই শক্তির জায়গা এখন রূপ নিয়েছে দুর্বলতায়।

ঘরের মাঠে খেলা শেষ ৭ টেস্টের ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। স্পিন উইকেট বানিয়েও পারেনি সুবিধা কাজে লাগাতে। তাই আগের স্পিন নীতি থেকে বেরিয়ে এবার তাই চাওয়া স্পোর্টিং উইকেটের।

ফাহিম বলেন, ‘প্রত্যেক দেশ-ই এখন ভালো স্পিন করতে পারে, প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে। সুতরাং এই সুবিধাটি নেয়ার সুযোগ নেই। স্পোর্টিং উইকেট প্রত্যাশা করব। আমাদের ভালো পেস বোলিং ইউনিট আছে বলে না।’

তিনি বলেন, ‘আমরা যদি সবকিছু মাথায় রাখি, দেশে খেলা, দেশের বাইরে খেলা, আইসিসি ইভেন্টে খেলা; আমাদেরকে সব উইকেটে ভালো খেলতে হবে। সব পিচ স্পিন সহায়ক হয় না।’

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বধেও সম্ভাব্য সেরা স্কোয়াড দিয়েছে নির্বাচক প্যানেল। দলে আছে মুশফিক-শান্তদের মতো সিনিয়ররা। তবে প্রতিপক্ষ বিবেচনায় ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকাদের প্রাধান্য দেয়ার তাগাদা দিলেন ফাহিম।

তিনি বলেন, ‘জিম্বাবুয়ে তুলনামূলকভাবে শক্তিশালী দল নয়। তবে তারাও একটি টেস্ট খেলুড়ে দল। সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে। চেষ্টা করা উচিত, এটার সর্বোচ্চ ব্যবহার করার। যারা সুযোগ পাবে, তারা যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারে।’

২০ এপ্রিল শুরু হবে জিম্ববাবুয়ে বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই ম্যাচ দিয়ে সাড়ে চার মাসের বিরতি শেষে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজের অন্য ম্যাচ ২৮ এপ্রিল।

The post স্পিন নয়, স্পোর্টিং উইকেট চায় বাংলাদেশ appeared first on Bangladesher Khela.

Leave a Comment