
অনলাইন ডেস্ক : জেলার সদর উপজেলায় আজ চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ফেডারেশন হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা ও রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা পারভীন।
এসময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুল রহমান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সূত্র: বাসস
The post কুড়িগ্রামে চরাঞ্চলের নারী হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় appeared first on সোনালী সংবাদ.