
পাকিস্তানজুড়ে সম্প্রতি ফাস্ট-ফুড চেইন কেএফসিতে ১০টিরও বেশি হামলা চালিয়েছে জনতা। এসব ঘটনায় দেশটির পুলিশ ১৭৮ জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে।
করাচি, লাহোর এবং ইসলামাবাদসহ প্রধান শহরগুলোর কর্তৃপক্ষ কমপক্ষে ১১টি হামলার সত্যতা নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, লাঠিসোঁটা নিয়ে সজ্জিত বিক্ষোভকারীরা কেএফসি আউটলেটগুলোতে হামলা চালায়।
কেএফসি এবং এর মূল কোম্পানি ‘ইয়াম’ ব্র্যান্ডস উভয়েরই সদর দপ্তর মার্কিন… বিস্তারিত