অনলাইন ডেস্ক : জেলার কালকিনি উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মো. মুমিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার চর-ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু মুমিন জেলার কালকিনি উপজেলার চর-ঠেঙ্গামারা গ্রামের সবেল সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মো. মুমিন শুক্রবার দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে শিশু মুমিন বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অন্যদিকে, পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পুকুর থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুমিনকে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা পুকুরের পানিতে ডুবে শিশু মো. মুমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: বাসস

The post মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু appeared first on সোনালী সংবাদ.