গত মৌসুম শেষেই লিভারপুলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার পর গত জানুয়ারিতে দায়িত্ব নেন রেড বুল গ্লোবাল সকারের প্রধান হিসেবে। যেখানে তিনি আরবি লাইপজিগ, নিউ ইয়র্ক রেড বুলস ও ব্রাজিলের ব্রাগান্টিনোসহ একাধিক ক্লাবের দেখভালের দায়িত্বে রয়েছেন। কিন্তু এসবের মাঝে তার রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফেরার গুঞ্জন তৈরি হয়েছে। যদিও সেসব উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট। তার মতে ক্লপ রেড বুলে নিজের দায়িত্বে… বিস্তারিত