
প্রতিদিন সকালে পাসিজার ঘুম ভাঙে সাগরের গর্জন শুনে। শুনতে কাব্যিক মনে হলেও, বাস্তবতা ভিন্ন। এই গর্জনের কাছে হার মেনেই রেজোসারি সেনিক গ্রামের সব পরিবার জন্মস্থান ছেড়ে চলে গেছেন। যাননি কেবল পাসিজা ও তার পরিবার। একের পর এক বাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকলেও ভিটে মাটি কামড়ে পরে রইলেন তারা। সংগ্রামে বেছে নিলেন সবচেয়ে যুক্তিসংগত এবং দায়িত্বশীল পন্থা- বৃক্ষরোপণ।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৫… বিস্তারিত