হাঙ্গেরিতে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবায় ফিদে মাস্টার তাহসিনের আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। বুদাপোস্টের এ প্রতিযোগিতা হতে ১০ খেলার একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন প্রয়াত জিয়াউর রহমানের ছেলে তাহসিন। ফিদৈ মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে নর্ম অর্জনের পাশাপাশি এ ইভেন্টে রানার-আপ হয়েছেন।

রোববার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার একজেল গারগেলিকে হারিয়েছেন। এর আগে শনিবার স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের শ্রীরাম আদর্শ উপলার কাছে হেরে যান।

এটি ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার তৃতীয় বা শেষ নর্ম। ইতিপূর্বে তিনি ২০২৩ ও ২০২৫ সনের এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ হতে দু’টি নর্ম অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ফিদে মাস্টার তাহসিনকে ২৪০০ রেটিং করতে হবে। তার বর্তমান রেটিং ২৩৫৪।

The post আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন তাহসিনের appeared first on Bangladesher Khela.