আমি উঠলাম একটা ফেরিতে। ফেরির নাম ‘সেহির হাটলার’—মানে শহরের লাইন। অথচ এই লাইন ধরা মানেই হইহুল্লোড় আর ক্রাউডজনিত শহর যাওয়ার আরাম। কেননা এর একপাশে ইউরোপ, অন্যপাশে এশিয়া। ইউরোপের দিকটায় হইহুল্লোড় বেশি। বসফরাসকে যারা নদী ভাবে, তারা মূলত ভুলের সাগরে সাঁতার কাটে। তাঁরা ভুলেই যায় এই জলের নিচে কত ইতিহাস ঘুমায়। অটোমানদের নৌবহর, বাইজেন্টাইনের পরাজিত কান্না, আর ব্রিজের নিচে বসে বসে চায়ের কাপে চুমুক দেওয়া পেনশনপ্রাপ্ত আঙ্কারা চাচা—এই সব মিলে বসফরাস পুরোদস্তর উপন্যাস।