খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার । মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় উপদেষ্টা কুয়েটের আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ করছি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।
তিনি আরও আশ্বস্ত করেন শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অতি দ্রুত খুলনা যাবে কুয়েট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যা আশুসমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে, কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশনের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্য বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বিকাল ৩ টায় ভিসি’র পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশনে বসে। তাদেরকে অনশন থেকে ফিরিয়ে আনতে ছাত্র কল্যাণ পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গতকাল বিকাল থেকেই তৎপরতা অব্যাহত রেখেছেন।
আজ দুপুরে ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এসময় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অনশন ছেড়ে আলোচনার টেবিলে আসার জন্য শিক্ষার্থীদের সাথে আমরা বারবার যোগাযোগ করেছি। কিন্তু তারা এখনও পর্যন্ত আমাদের আহবানে সাড়া দেয় নি। আমরা আশাবাদী তারা হয়তো শেষ পর্যন্ত আমাদের আহবানে সাড়া দিবে।
বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো ছাত্ররা। ছাত্ররা না থাকলে পড়াশুনা-পাঠদানের কোন সুযোগ থাকে না। এক্ষেত্রে শিক্ষার্থীরা যদি এগিয়ে না আসে তাহলে পাঠদানের সুযোগ হচ্ছে না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।
এসময় তিনি বলেন, তাদের কোন সমস্যা হলে আমরা এখানে ডাক্তার, নার্সের ব্যবস্থা রেখেছি। তাদের সঙ্গে নেগোসিয়েশনের জন্য গতকাল আমরা অনেক চেষ্টা করেছি। আজ সকালেও দুই দফা এসেছি।
খুলনা গেজেট/ টিএ
The post কুয়েটে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.