লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে পৃথক ঘটনায় কৃষক, ট্রাক চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ও সড়ক দুর্ঘটনায় নাটোরের লালপুর উপজেলায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের জামরুল ইসলামের ছেলে রাজন (২৫) ও লালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আমির হোসেনের ছেলে রাজু আহমেদ (৪০) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে শিমুল (৫৫)।
মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় রাজন ও রাজুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। জানা যায়, গত ১২ এপ্রিল হাবিবপুর গ্রামের রাজন তার নিজস্ব কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এদিকে গত শুক্রবার (১৮ এপ্রিল) মহেশপুর গ্রামের ট্রাক ড্রাইভার রাজু আহমেদ ময়মনসিংহে ট্রাকের মাল আনলোড করার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনগত প্রক্রিয়া শেষে উভয়ের লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে গত সোমবার রাতে চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত শিমুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বহনকারি একটি দ্রুতগামি অ্যাম্বুলেন্স লালপুর ত্রিমোহনীতে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানকে ধাক্কা দিলে দুজন ভ্যান যাত্রী আহত হয়।
এসময় দুর্ঘটনায় আহত শিমুল অসুস্থ হয়ে পড়লে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান জানান, বিষক্রিয়া ও সড়ক দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
The post লালপুরে পৃথক ঘটনায় কৃষক, ট্রাক চালকসহ প্রাণ হারালেন তিনজন appeared first on সোনালী সংবাদ.