অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নির্বাচন
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: কে জানতো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে ঢাকা গিয়ে শিল্পীদের ভালোবাসার মধ্যমণি হয়ে উঠবে? বলা হচ্ছে পত্নীতলার ইমরান হাসোর কথা। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে। ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ ২০২৫-২০২৮ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সর্ব কনিষ্ঠ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ইমরান হাসো।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৯৭টি। আর ভোট পড়েছে ৫৫২টি। তার মধ্যে ইমরান হাসো ভোট পেয়েছে ৪৫৮টি। যা শিল্পী সমিতির রেকর্ড। এ রকম সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তি খুব কমই আছেন। গত ১৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অভিনয়শিল্পী সংঘরে ভোট।
ঐদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটের সময় ছিলো। ভোট দিতে আসেন শিল্পী সংঘের অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী মামুনুর রশীদ, জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নিলয় আলমগীর, সজল। ভোট দিতে এসে শত-শত শিল্পীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন। ভোটে মাঠে সবার পছন্দের মানুষ ছিলো ইমরান হাসো।
১৯৯৭ সালে নওগাঁ জেলার পত্নীতলা থানার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ইমরান হাসো। ছোটবেলা থেকেই এলাকায় সে জনপ্রিয়। তার সুন্দর আচরণের কারণে সে ছিল সবার পছন্দের। যে কোনো অনুষ্ঠানে তার জন্য একটা পুরস্কার একদম বরাদ্দ থাকতো। খেলাধুলায়ও ছিল ভালো। আন্ত থানা স্কুল ক্রিকেট খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পুরস্কার এখনো তার ঘরে সাজানো রয়েছে।
বিতর্ক অনুষ্ঠানে জেলা পর্যায়ে রানার্স আপ হয়েছিল সে। স্বপ্ন ছিলো আইনজীবী হবে। পরে হয়ে গেল অভিনেতা। স্কুলে সাইন্স নিয়ে এসএসসি পরীক্ষা দেয়। ২০১৪ সালে। এরপর কলেজে ভর্তি হন। ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো হা-শো সিজন-৩ সে অডিশন দেন এবং সিলেক্ট হন। এরপর শুরু হয় তার পথচলা। তারপর এইচএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় চলে যান ২০১৭ সালে। ২০১৮ সালে রঙ্গনা নাট্যগোষ্ঠীর দলে ভর্তি হন।
তারপর নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় শুরু করে। এছাড়াও সে “থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ” বিভাগে অনার্স শেষ করেন। বর্তমানে ইমরান হাসোর সিনেমা মোট ২৭টি এবং নাটক ৫শ থেকেও বেশি। তার উল্লেখযোগ্য সিনেমা- সুলতানপুর, লাল শাড়ি, শান ও জ্বীন।
উল্লেখযোগ্য নাটক- বকুলপুর ও অচিনপুর ধারাবাহিক নাটক, তাফালিং, আদম, জলকুমারী, মফিজ এখন ঢাকায়, তোফাজ্জলের শেষ ভাতসহ অগণিত নাটকে অভিনয় করেছে ইমরান হাসো। ইমরান হাসো বলেন, আমি বিগত সময়ে শিল্পীদের পাশে ছিলাম। সংগঠনের যে কোনো কাজে আমাকে শিল্পীরা পাশে পেয়েছেন। আমি কথা দিচ্ছি- আমি আমার শিল্পীদের সম্মান ধরে রাখবো ইনশাআল্লাহ।
The post সর্বোচ্চ ভোট পেয়ে পত্নীতলার ইমরানের বাজিমাত appeared first on সোনালী সংবাদ.