লাহোর কালান্দার্সের আগের দুই ম্যাচে রিশাদ হোসেন বল হাতে সাফল্য দেখান। এক সপ্তাহ পর আবার মাঠে নামলো তার দল। মুলতান সুলতান্সের ঘরে আগে বোলিংয়ে নেমে বেশিরভাগ বোলারই খরচের খাতায় নাম লেখান। রিশাদও দিয়েছেন প্রায় অর্ধশতক রান, তবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি।
পাওয়ার প্লেতেই ৭৯ রান তোলে মুলতান। ওপেনিং জুটিতে ইয়াসির খান ও মোহাম্মদ রিজওয়ান তাণ্ডব চালান। সপ্তম ওভারে বল হাতে নিয়ে শেষ বলে ছক্কা খান রিশাদ।… বিস্তারিত

Leave a Reply