স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কারিগরপাড়া পরিবেশ বান্ধব কৃষি চর্চায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রে মঙ্গলবার বিশ্ব পৃথিবী দিবস ২০২৫ পালিত হয়।

পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা ও মমত্ববোধকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বিষ ও রাসায়নিক দূষন কমাতে স্থানীয় জৈব কৃষি চর্চা বৃদ্ধি করি।

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এলাকায় গড়ে উঠা স্থানীয় জনসংগঠনের আয়োজনে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

উক্ত বিশ্ব পৃথিবী দিবস কেন্দ্র করে পবা উপজেলায় কৃষিতে যে সকল কৃষক-কৃষাণি  নিরাপদ খাদ্য উৎপাদন ও  ভার্মিকম্পোষ্ট সার তৈরি ও বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার করে নিজেরা পরিবারে সমাজে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছেন, সে সকল সফল কৃষকদের কার্যক্রম নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় তথ্য আদান প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব পৃথিবী দিবসে এলাকার কৃষক-কৃষাণি, শিক্ষার্থী, স্থানীয় জনসংগঠনের সদস্য, যুব ও প্রবীণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন কারিগড়পাড়ার বিভাগীয় অদ্যম নারী পুরস্কার প্রাপ্ত  বিলকিস বেগম । তিনি বলেন পৃথিবীতে বিষ ও রাসায়নিক দূষন কমাতে জৈব সার এর ব্যবহার বেশি করে বাড়াতে হবে। তাহলে পৃথিবী ও মাটির দূষণ  কমবে।

বারসিকের সহযোগী প্রোগ্রাম অফিসার তৌাহিদুল ইসলাম বলেন, কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির জন্য একটি বড় হুমকি।

তাই পৃথিবীতে বিষ ও রাসায়নিক দূষণ কমাতে হলে আমাদের সম্মিলিত শক্তি গড়ে তুলবে আমাদের সবুজ পৃথিবী। এই পৃথিবী দিবস উপলক্ষে সবার জন্য পৃথিবী নিরাপদ বসবাস উপযোগী হোক। পৃথিবী বাঁচিয়ে রাখতে পরিবেশবান্ধব কৃষি চর্চা করি।

The post পবায় বিশ্ব পৃথিবী দিবস পালিত appeared first on সোনালী সংবাদ.