
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মুক্তার হোসেন নামের এক মাদকসেবী যুবক প্রথমে তার মাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে সে নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সময় আনুমানিক বিকাল ৫টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের অন্তর্গত মৌপাড়া গ্রামের ইসরাইলের ছেলে মাদকসেবী মোক্তার হোসেন (৩০) প্রথমে তার মাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
বিষয়টি তার বাবা জানতে পেরে ভিকটিমকে (ইসরাইলের স্ত্রী ও মুক্তারের মা) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় বাড়িতে পরিবারের কোন সদস্য না থাকায় উপরোক্ত সময়ের মধ্যে মুক্তার হোসেন নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মুক্তার হোসেন একজন পেশাদার মাদকসেবী ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, নিহত মুক্তার হোসেনের লাশ ঘটনার স্থল থেকে উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
The post মোহনপুরে মাকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা appeared first on সোনালী সংবাদ.