
আমাদের প্রতিদিনের খাবারে ঢুকিয়া পড়িতেছে প্লাস্তিক-এমন খবর আর নূতন নহে। সাম্প্রতিক সময়ে বেশ জোরেশোরে বলা হইতেছে যে, অনিয়ন্ত্রিত প্লাস্টিকের বর্জ্য প্রতিনিয়ত নদনদী, জলাভূমিতে গিয়া পড়িতেছে। মাছ সেই সকল খাইতেছে, আর মাছের মাধ্যমে তাহা মানুষের ফুড-চেইনে ঢুকিয়া পড়িতেছে। শুধু মাছ নহে, ইহা পানি, লবণ, চিনি, আটা, বাতাস প্রভৃতিতেও মিশিয়া যাইতেছে। এমনকি ইহার অস্তিত্ব মাতৃদুগ্ধ ও মানবভ্রূণ-শুক্রাণুতেও… বিস্তারিত