বহুকাল পরে এসেছে বৈশাখ।
স্বাগত জানাতে প্রস্তুত আরক্তনয়ন
নতুন বছর; বরণে বৈশাখ।
নতুন সুর, নতুন পঞ্জিকা
লিচুগাছে মুকুলের গান, পোড়া আমের স্বাদ
সব একই সুরে জেগেছে আজ।
চৈত্রের ধুলার মতো ঝরে গেল ক্লেশ;