সুন্দরবনে থামছে না হরিণ শিকার। সংঘবদ্ধ চোরা শিকারি চক্র প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ নিধন করে চলেছে। গত এক মাসে কোস্ট গার্ডের হাতে উদ্ধার হয়েছে ১২ মণ হরিণের মাংস। আটক হয়েছে ৯ হরিণ শিকারিসহ হরিণ ধরা ফাঁদ ও ট্রলার। সুন্দরবনের কচিখালি এখন হরিণ পাচারের নিরাপদ রুট। হরিণ পাচার প্রতিরোধে বনরক্ষীদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সাম্প্রতিক… বিস্তারিত