শিবগঞ্জে তিনটি প্রধান নদী শুকিয়ে খালে পরিণত হয়েছে। অস্তিত্ব হারাতে বসেছে এ নদী গুলো। বুক জুড়ে চাষ হচ্ছে সোনালী ফসল। শতাধিক কৃষক শুধু ব্যস্ত সময় পার করছে এ নদীগুলোর বুকে চাষের কাজে। প্রায় সারা বছরই কোন কোন ফসল ফলছে এ নদীগুলোর বুকে। নদীগুলো হলো চকের নদী,পাগলা নদী ও পদ্মা নদী।
এই তিনটি নদীই এখন মরা খালে পরিণত হয়েছে। নদীর জমিগুলিতে চাষ হচ্ছে ধান, পাট, আলু, ভুট্টা, পিঁয়াজ, রসুন গম, সবজি ও বিভিন্ন… বিস্তারিত