সকল সংবাদের সমাহর

তদন্ত কমিটির ওপর আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, নাকচ করলেন শিক্ষার্থীরা

তদন্ত কমিটির ওপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহার করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। কিন্তু ভিসির পদত্যাগ ছাড়া আমরণ অনশণ কর্মসূচি প্রত্যাহার করবে না বলে জানান শিক্ষার্থীরা।

পৌনে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে যান। তিনি শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথে কথা বলেন। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুইজন প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে আলোচনা বসেছেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বেলা ১১ টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

 

খুলনা গেজেট/এইচ

The post তদন্ত কমিটির ওপর আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, নাকচ করলেন শিক্ষার্থীরা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

0 responses to “তদন্ত কমিটির ওপর আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, নাকচ করলেন শিক্ষার্থীরা”

Leave a Reply

Go to top