বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। বাসস
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে শেখা হিন্দ জানান, বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন গঠনে সহায়তা করবে কাতার ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন খেলাধুলার প্রয়োজনীয় অবকাঠামো যেমন ডরমেটরি, জিম, প্রশিক্ষণ কেন্দ্র, সম্মেলন কক্ষ এবং স্বাস্থ্যসেবা সুবিধা গড়ে তুলতে কাজ করবে।

বৈঠকে বাংলাদেশের জাতীয় দলের চার নারী ক্রীড়াবিদ দুইজন ক্রিকেটার ও দুইজন ফুটবলার উপস্থিত ছিলেন। তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পেশাগত জীবনের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন, যা শুনে আবেগাপ্লুত হন শেখা হিন্দ।

অধ্যাপক ইউনূস জানান, এই ফাউন্ডেশন দ্রুত গঠনের প্রক্রিয়া শুরু হবে। তিনি কাতার ফাউন্ডেশনের কাছে অবকাঠামো নির্মাণ ছাড়াও স্বল্পমেয়াদি বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং আন্তর্জাতিক অতিথিদের আবাসনের জন্যও সহায়তা চান। এ কোর্সে সার্ক, বিমসটেক, আসিয়ান ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

অবসরপ্রাপ্ত নারী ক্রীড়াবিদদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান ইউনূস, যা কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পায়।
এর আগে অধ্যাপক ইউনূস কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং শেখ মোজা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

The post বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি appeared first on Bangladesher Khela.

Leave a Reply