
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেই কি শনির দশা ভর করে বাংলাদেশের ওপর? সবশেষ সাড়ে ছয় বছর আগে (২০১৮ সালের নভেম্বরে) এই ভেন্যুতেই জিম্বাবুয়ের কাছে (১৫১ রানে) হেরেছিল বাংলাদেশ।
২০১৩ সালের পর আট টেস্টে যেটি ছিল জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্ট হার। আরও একবার এই সিলেটেই লজ্জার হার সঙ্গী হলো টাইগারদের। জিম্বাবুয়ের কাছে এবার তারা হারলো ৩ উইকেটে।
বোলাররা বিশেষ করে মেহেদী হাসান মিরাজ তার জাদুকরী ঘূর্ণিতে চেষ্টা করেছেন। কিন্তু বোর্ডে পুঁজি ছিল না জয় তুলে নেওয়ার মতো। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৭৪ রানের।
১ উইকেটেই ১১২ রান তুলে ফেলা জিম্বাবুয়ের জন্য কাজটা কঠিন করে ফেলেছিলেন মিরাজ। কিন্তু শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট আর বেন কারেন। ৯৫ রানের জুটি গড়েন তারা। ৪৪ করা কারেনকে ফিরিয়ে জুটিটি ভাঙেন মিরাজ। এরপর নিক ওয়েলশ (১০) হন তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ। তখনও সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে।
সেখান থেকে মিরাজ ঘূর্ণি জাদু দেখান। শন উইলিয়ামস (৯), ব্রায়ান বেনেটকে (৫৪) সাজঘরের পথ দেখান মিরাজ। তাইজুল ফেরান অধিনায়ক ক্রেইগ আরভিনকে (১০)।
এরপর মায়াশা মায়াভো (১) আর ওয়েলিংটন মাসাকাদজাকে (১২) বোল্ড করে জয়ের আশা জাগান মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত আর অসাধ্য সাধন হয়নি। ওয়েসলে মাদভেরে অপরাজিত থাকেন ১৯ রানে, রিচার্ড এনগারাভা ৪ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।
The post ঘরের মাঠে টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের appeared first on Bangladesher Khela.