ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এইচএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শিক্ষার্থীরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে অংশগ্রহণ করেন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী সহ প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশগ্রহণকৃত শিক্ষার্থী রেদোয়ান হাসান, শাহরিয়ার নাফিজ, সারোয়ার হাসান, বৃষ্টি আক্তার জানান, বিগত বছরগুলোতে কেন্দ্র পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করা হলেও আমরা এর কোন সুফল পায়নি। ময়মনসিংহ বোর্ডে আবেদন করা হলেও তারা আঠারবাড়ী কলেজেই পরিক্ষা কেন্দ্র বহাল রেখেছেন। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা এ বিক্ষোভ ও মানববন্ধন করেছি। কেন্দ্র পরিবর্তন করে ঈশ্বরগঞ্জ গার্লাস স্কুল এন্ড কলেজে স্থানান্তর করা হলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে।
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, আমাদের শিক্ষার্থীর জার্নি করে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে। বিশেষ করে মেয়েরাই বেশি অসুস্থ হয়ে যায়। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে আমাদের অভিভাবক সহ সকল শিক্ষার্থীদের সুবিধা হবে। আমরা বোর্ড কর্তৃপক্ষের কাছে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের জোর দাবি জানাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এরশাদুল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কেন্দ্র পরিবর্তনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি
The post পরিক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.