
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সাগর সাহা (৩০) রাজশাহী মহানগরীর বুলনপুর ঘোষপাড়ার মৃত সোনাতন সাহার ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর সাহা দীর্ঘ প্রায় এক বছর যাবৎ ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন।
স্থানীয়ভাবে তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা অব্যাহত রাখেন। গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন।
পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাগর সাহাকে আটক করে। স্থানীয়রা জানান যে, এর পেছনে আরও কিছু লোকের প্ররোচনাও রয়েছে বলেও তাদের ধারণা।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নগরীর বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করায় রাজশাহীর সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা ।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কেউ যদি কটূক্তি করে আমরা কাউকে ছাড় দিবো না।
সাগর সাহা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ সময় তারা আদালতের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। বক্তারা আরও বলেন, ইতিমধ্যো তার মায়ের সাথে আমরা কথা বলেছি। তার মাও সন্তানের ফাঁসি দাবি করেছে।
তারা আরও বলেন, এই বাংলার জমিনে আর যেন কেউ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করতে না পরে সেই দিকে মুসল্লিদের সজাগ থাকার প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ জাকির হোসাইন, বুলনপুর নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ আশিকুর রহমান ও জান্নাতুল মাকাম জামে মসজিদের ইমাম হাফেজ তানবিন আকতার তকী।
The post নগরীতে মসজিদের ভেতরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি আটক ১ appeared first on সোনালী সংবাদ.