নগর প্রতিনিধি:

বরিশালে আদালত প্রাঙ্গণ থেকে এসির আউটডোর মেশিন চুরির ঘটনার চোরাই মালামালসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
মিডিয়া সেল জানায়, বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাস কামড়ার পেছনের রুমে থাকা এসির একটি আউট ডোর মেশিন চুরির ঘটনা ঘটে। সে ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় গত ২১ এপ্রিল লিখিত অভিযোগ দেওয়া হয়।
মামলা দায়েরের পর সেটি তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। ডিবির পরিদর্শক মো. ছগির হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে কাজ শুরু করে।
পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত মো. আকাশ হাওলাদারকে (২৫) কাউনিয়া থানা এলাকা থেকে আটক করা হয়। আটক আকাশ হাওলাদার বরিশাল সদরেরর চর হাটখোলা এলাকার কালাম হাওলাদারের ছেলে।
আটকের সময় আকাশের কাছ থেকে একটি ফ্যান ব্লেড ও ১টি ফ্যান মোটর, একটি এসির কম্প্রেশার, একটি কাঠের বডিওয়ালা মোটরচালিত ভ্যান উদ্ধার করা হয়। এছাড়া চরমোনাই ট্রলারঘাটের ভাঙ্গারি ব্যবসায়ী সুমনের বাসা থেকে এসির একটি কনভেনসার, এসির স্টিলের আউট ডোরের কেচিং উদ্ধারের পর জব্দ করা হয়।
The post আদালত প্রাঙ্গণ থেকে এসি চুরি, যন্ত্রাংশসহ চোর আটক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.