
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচার হচ্ছে রুগীদের বরাদ্দ্যের মাছ মাংস এমন অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিচেন বিভাগের রান্না ঘর থেকে বেসরকারি ভাবে কর্মরত আব্দুল জলিল রোগীদের নামে বরাদ্দ্ খাসীর ,মুরগীর মাংস ও বিভিন্ন ধরনের মাছ পাচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে বেসরকারী ভাবে থাকা ছকিনা ও রুমা পাচার হওয়া মাংস কিনে নিজ এলাকা দুলদুল ক্যাম্পে বিক্রী করার সময় চোরাই মাংসের দরদাম নিয়ে ক্রেতাদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার রেস গত ২/৩ দিন ধরে দুলদুল ক্যাম্পে ব্যাপক সমালোচনা চলছে।
জানা যায়, জনৈক ওর্য়াড মাস্টারকে রাজী করিয়ে কাজের সুবাদে দুলদুল ক্যাম্পের ছকিনা ও রুমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টলি টানা ও রুগীদের সেবা করে প্রতিদিন বকশিস হিসেবে দেড়, দুই হাজার টাকা পায়। এর সুত্র ধরে হাসপাতালের কিচেন রুমে থাকা আব্দুল জলিলের সাথে তাদের পরিচয় হয়। আব্দুল জলিলের অনুরোধে ছকিনা ও রুমা বাকি নগদে প্রতিদিন ৬/৭ কেজি করে মাছ মাংস এনে দুলদুল ক্যাম্প ও মুক্তিযোদ্ধা আবাসন এলাকায় বিভিন্ন লোকের কাছে বিক্রী করে। চুরির মাছ মাংস এমন ঘটনা ফাঁস হওয়ার পর ক্রেতারা দাম কম দেয়ার চেস্টা করে। এ নিয়ে দুলদুল ক্যাম্পে মাছ মাংস ক্রেতা ও ছকিনা রুমার সাথে ঝগড়া শুরু হয়। ফাঁস হয়ে যায় এটা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রুগীদের বরাদ্দ্য থেকে জলিলের মাধ্যমে পাচার হওয়া মাছ মাংস। এ ব্যপারে জলিরের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
The post ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচার হচ্ছে রুগীদের বরাদ্দের মাছ মাংস appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.