
যেখানে থাকা ছিল মানবতার ছায়ায়, সেখানে আজ ছড়াচ্ছে দুর্নীতির বিষবাষ্প। যেখানে জ্বলবার কথা ছিল আশার আলো, সেখানে দাউদাউ করে জ্বলছে ক্ষোভ, হতাশা আর প্রতারণার আগুন! নেত্রকোনার কলমাকান্দা, বারহাট্টা ও মদন উপজেলার সাধারণ মানুষ আজ ফুঁসছে। “সরকার ঘর দিতে চায়, আর কিছু শকুন তা থেকে লুটে নিতে চায়!” — এই চরম ক্ষোভই এখন মুখে মুখে ফিরছে। মুজিব কেল্লা’ প্রকল্প — নামটা গর্বের, বাস্তবতা লজ্জার। গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই দেওয়ার এই মহৎ উদ্যোগ এখন হয়ে উঠেছে এক দুর্নীতির সাম্রাজ্য। মাঠে ঘুরে দেখা গেল — ভাঙাচোরা কাঠামো, চুন-সিমেন্টের বদলে ধুলা-বালি, দেয়ালে ফাটল, ছাদে চুইয়ে পড়ে পানি। কোনো কোনো ঘরে এমন নির্মাণ হয়েছে যে একটু ঝড়েই ভেঙে পড়ার উপক্রম। “এগুলো ঘর না, ধোঁকা! কোটি টাকার কাগজে কোটি টাকা উধাও, আর গরিবের হাতে রইল মরিচা ধরা এক মুঠো হতাশা।”এক প্রবীণ গ্রামবাসীর কণ্ঠে ঝরে পড়ে বিষণ্নতা — “বাঁশের ঘরেও যত্ন থাকে, কিন্তু এখানে যেন খেলনার ঘর বানাচ্ছে কোটি টাকায়। এসব ঘর না, এসব লজ্জা।”তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য —ঠিকাদাররা কেউ নেত্রকোনার, কেউ শেরপুরের — কিন্তু দুর্নীতির খেলায় সবাই একসাথে। পিআইও, রাজনৈতিক নেতা, ঠিকাদার — সবাই যেন একে অপরের পেছনে পাহারাদার। জনস্বার্থের টাকা ভাগ হয়ে যাচ্ছে পকেটের রাস্তায়। এক তরুণ ক্ষোভে গর্জে ওঠে — “অভিযোগ করবো কার কাছে? যারা চোর, তারাই তো পাহারাদার! আমরা কোথায় যাবো?” সরকার উন্নয়নের জন্য ঘুমহীন দিন কাটায় — আর মাঠে বসে এই শকুনেরা লুটে খায় সেই ঘামের ফল। প্রশ্ন ওঠে — এত বড় দুর্নীতির পাহাড় প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে গড়ে উঠল? নাকি, সবার চোখে এখন সুবিধার চশমা? মুখে উন্নয়ন, ভিতরে ধ্বংস। বিক্ষুব্ধ জনতা স্পষ্ট বলছে — আর নয় প্রশাসনের কালো টানা পোড়েন! এবার চাই সেনাবাহিনীর নিরপেক্ষ তদন্ত। চাই দুর্নীতির জাল ছিঁড়ে দেওয়া হোক!
চাই মুখোশ খুলে দেওয়া হোক সেই ‘ঘর চোরদের’। একজন শিক্ষিত নাগরিক কাঁপা গলায় বলেন — “মুজিব কেল্লা গরিবের শেষ আশ্রয় হওয়ার কথা ছিল। আজ তা হয়ে উঠেছে দুর্নীতির দুর্গ। এভাবে চলতে থাকলে মানুষ আর রাষ্ট্রকে বিশ্বাস করবে না!”এই দেশ কার? যে কৃষক পায়ে হেঁটে ভোট দিতে যায় তার? না কি সেই হায়েনার, যে টেন্ডার হাতে নিয়ে গরিবের ঘাম বিক্রি করে?
প্রশাসনের প্রতি জোর হুঁশিয়ারি —যদি এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত তদন্ত ও আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই ক্ষোভ হবে আগুন, এই ক্ষোভ হবে বিস্ফোরণ! এ দেশ আমাদের — জনগণের। লুটেরাদের নয়!
The post ঘরের নামে ধোঁকা, কোটি টাকার লুটপাট! appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.