আর্সেনালের মাঠে নেমেছিল ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি নিয়ে শুধু এই দুই দলের নয়, লিভারপুল ও তার সমর্থকদেরও আগ্রহ ছিল তুঙ্গে। এই ম্যাচটি আর্সেনাল হারলেই তো শিরোপা উৎসব করে ফেলতে পারতো লিভারপুল। কিন্তু অপেক্ষা বাড়লো।
এমিরেটস স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও প্যালেসের কাছে হোঁচট খেয়েছে আর্সেনাল। শেষ দিকে তাদের জাল কাঁপিয়ে সম্ভবত লিভারপুলের মনেও আশার সঞ্চার করেছিল প্যালেস। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় আর… বিস্তারিত