
চার বছরের শিশু আবু বকর সিদ্দিক, ‘ফুলকলি-৭’ নামে এনজিও পরিচালিত একটি স্কুলে শিশুশ্রেণিতে পড়তো। তার ছোট্ট পৃথিবীজুড়ে ছিল স্কুল, খেলা আর মা। বাবা পেশায় বাসচালক, মা পোশাক কারখানার অপারেটর। পারিবারিক কলহে বাবা-মায়ের আলাদা বসবাস। আবু বকর থাকতো মায়ের সঙ্গে রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধে।
অথচ নির্মমতা এড়িয়ে যেতে পারেনি সে। ১২ বছর বয়সী বড় ভাই জিহাদের কর্মস্থল ‘আলহামদুলিল্লাহ বাইক সার্ভিস সেন্টারে’… বিস্তারিত