ঢাকা থেকে অপহরণের শিকার শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার মোল্লাহাটের কোদালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্রীলঙ্কার তিন নাগরিকের মধ্যে একজন নারী। অপহরণের শিকার তিনজনের মধ্যে দুজন শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। এর পর তারা অপহরণের শিকার হন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে বাংলাদেশের একটি নাম্বার থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সে দেশের হাই-কমিশনকে বিষয়টি জানায়। তখন বাংলাদেশকে বিষয়টি জানানো হলে অপহরণের শিকার শ্রীলঙ্কানদের উদ্ধারকাজ শুরু করে গোয়েন্দা সংস্থা।
খুলনা গেজেট/এনএম
The post অপহৃত তিন শ্রীলঙ্কান বাগেরহাট থেকে উদ্ধার, আটক ৩ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.