10:43 am, Sunday, 4 May 2025
Aniversary Banner Desktop

শাহরুখ খান: আজন্ম এক লড়াকু সৈনিক

অনলাইন ডেস্ক :সব তারকার যাত্রা লাল গালিচা এবং বিলাসিতা দিয়ে শুরু হয় না। কখনও কখনও এই যাত্রা এতটাই কষ্টকর হয় যে, সেটা সারাজীবন মনে থাকে। বলিউডের তেমনই একজন অভিনেতা শাহরুখ খান।

থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করা এ অভিনেতা চলতি পথে যতটা কষ্ট করেছেন, সেটা বলিউডে অন্য কারও ততটা ছিল না। মুম্বাইয়ের ‘মান্নত’ নামে যে বাংলোতে তিনি থাকেন, সেটার পাশে বসে একসময় স্বপ্ন দেখেছেন, এই বাড়িটি একদিন কিনবেন। আর সেটা করেও দেখিয়েছেন। কিন্তু এই স্বপ্ন পূরণে একসময় কাজের জন্য পরিচালকদের চাও বানিয়ে দিয়েছেন এই সুপারস্টার।

তেমনই একটি ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না। সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’-তে অভিনয় করেন। এই সিরিজের সহকারি পরিচালক ছিলেন তিগমাংশু।

একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন। ওই সময় শেখর কাপুর তার সহকারি তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সেসময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু।

তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানিনা কীভাবে কী করতে হবে। তবুও, আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশিমনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’

তিগমাংশু আরও যোগ করেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’

তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার উপর বেশ রেগে থাকবেন। কিন্তু এই চায়ের ঘটনার পরেও, আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল। পরবর্তীতে তিগমাংশু একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন  বলিউডের বাদশাহ। এদিকে কাজের সূত্রে শাহরুখ খান বর্তমানে ‘কিং’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যদিও ওটিটিতে এরইমধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে।

The post শাহরুখ খান: আজন্ম এক লড়াকু সৈনিক appeared first on সোনালী সংবাদ.

Tag :

ndax login

https://ndaxlogi.com

latitude login

https://latitude-login.com

phantom wallet

https://phantomwallet-us.com

phantom

atomic wallet

atomic

https://atomikwallet.org

jupiter swap

jupiter

https://jupiter-swap.com

https://images.google.com/url?q=https%3A%2F%2Fsecuxwallet.us%2F

secux wallet

secux wallet

secux wallet connect

secux

https://secuxwallet.com

jaxx wallet

https://jaxxwallet.live

jaxxliberty.us

gem visa login

jaxx wallet

jaxx wallet download

https://jaxxwallet.us

toobit-exchange.com Toobit Exchange | The Toobit™ (Official Site)

secuxwallet.com SecuX Wallet - Secure Crypto Hardware Wallet

jaxxliberty.us Jaxx Liberty Wallet | Official Site

Atomic Wallet Download

Atomic

Aerodrome Finance

Wordpad Download

https://wordpad-download.com

শাহরুখ খান: আজন্ম এক লড়াকু সৈনিক

Update Time : 12:12:31 pm, Thursday, 24 April 2025

অনলাইন ডেস্ক :সব তারকার যাত্রা লাল গালিচা এবং বিলাসিতা দিয়ে শুরু হয় না। কখনও কখনও এই যাত্রা এতটাই কষ্টকর হয় যে, সেটা সারাজীবন মনে থাকে। বলিউডের তেমনই একজন অভিনেতা শাহরুখ খান।

থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করা এ অভিনেতা চলতি পথে যতটা কষ্ট করেছেন, সেটা বলিউডে অন্য কারও ততটা ছিল না। মুম্বাইয়ের ‘মান্নত’ নামে যে বাংলোতে তিনি থাকেন, সেটার পাশে বসে একসময় স্বপ্ন দেখেছেন, এই বাড়িটি একদিন কিনবেন। আর সেটা করেও দেখিয়েছেন। কিন্তু এই স্বপ্ন পূরণে একসময় কাজের জন্য পরিচালকদের চাও বানিয়ে দিয়েছেন এই সুপারস্টার।

তেমনই একটি ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না। সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’-তে অভিনয় করেন। এই সিরিজের সহকারি পরিচালক ছিলেন তিগমাংশু।

একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন। ওই সময় শেখর কাপুর তার সহকারি তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সেসময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু।

তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানিনা কীভাবে কী করতে হবে। তবুও, আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশিমনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’

তিগমাংশু আরও যোগ করেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’

তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার উপর বেশ রেগে থাকবেন। কিন্তু এই চায়ের ঘটনার পরেও, আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল। পরবর্তীতে তিগমাংশু একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন  বলিউডের বাদশাহ। এদিকে কাজের সূত্রে শাহরুখ খান বর্তমানে ‘কিং’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যদিও ওটিটিতে এরইমধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে।

The post শাহরুখ খান: আজন্ম এক লড়াকু সৈনিক appeared first on সোনালী সংবাদ.