তিনদিনের জন্য সৌদি আরবের দাম্মাম শহর পরিণত হবে বাঙালির মিলনমেলায়। বাংলার কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালাসহ থাকবে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট।
সৌদি সরকার এবার দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করেছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ নামের আয়োজন। আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এই আয়োজন। প্রতিটি দেশ… বিস্তারিত