ইংরেজিতে স্ক্র্যাবল দারুণ জনপ্রিয়, নিউইয়র্ক টাইমস–এর মতো বড় বড় দৈনিকে নিয়মিত ছাপা হয়ে আসছে ক্রসওয়ার্ড গেমস। আমাদের এত সমৃদ্ধ একটা ভাষা হওয়ার পরও বাংলা ভাষায় এমন কোনো বোর্ড গেম কেন নেই? এই ভাবনাই আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল।