স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজি টাইমস.কম

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (২৩ এপ্রিল) র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইন্তেখাব চৌধুরী তার দায়িত্ব বুঝে নেবেন।

সূত্র জানায়, র‌্যাব প্রতিষ্ঠার পর ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী ১৪তম মুখপাত্রের দায়িত্ব নিতে যাচ্ছেন। বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।

The post র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী appeared first on Ctg Times.