ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | সিটিজি টাইমস.কম
বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা-স্বাস্থ্যখাতে অগ্রগতি হয়েছে: সুইডেনসুইডেনের পতাকা
ঢাকা: রানা প্লাজা ট্র্যাজেডিতে সব ভুক্তভোগী ও তাদের পরিবারকে স্মরণ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার সুইডেনের দূতাবাস এক বার্তায় রানা প্লাজা ট্র্যাজেডির কথা স্মরণ করে।
দূতাবাসের বার্তায় বলা হয়, রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর। আজ আমরা ১২ বছর আগে ঘটে যাওয়া রানা প্লাজা দুর্ঘটনার সব ভুক্তভোগী ও তাদের পরিবারকে স্মরণ করছি।
বাংলাদেশে পোশাক খাত এবং এর বাইরেও লাখ লাখ শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মাধ্যমে সুইডেন আন্তর্জাতিক শ্রম মান অনুযায়ী কারখানাগুলোকে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করে। উদাহরণস্বরূপ কারখানা পরিদর্শনের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে।
The post বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা-স্বাস্থ্যখাতে অগ্রগতি হয়েছে: সুইডেন appeared first on Ctg Times.