নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল প্রতিনিধি : এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় শার্শা উপজেলা কলেজ অডিটোরিয়ামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অত্র কলেজর অধ্যক্ষ হাসানুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি শরিফুজ্জামান পরাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম নুরুজ্জামান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, শার্শা থানার সেকেন্ড অফিসার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসুন মাদক মুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন শুরু করি। মাদক মুক্ত সমাজই হোক আমাদের অহংকার।
The post মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত appeared first on Ctg Times.